কাদাযুক্ত রাস্তায় বালু ফেলে চলাচল উপযোগী করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে বেশ কয়েকটি রাস্তা কাচাঁ থাকায় বৃষ্টি হলে চলাচলে দুর্ভোগের শিকার হতেন শিশু-শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, পথচারীরা। এ রাস্তাগুলোতে যানবাহন চলাচল অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে মরিচপুরান ইউনিয়নের ১,২,৪,৫,৬ ওয়ার্ডের গোজাকুড়া রন্জোর মোড় সংলগ্ন ও খলাভাঙা পাকা রাস্তার দক্ষিণ দিকে ৫০০ মিটার ,এবং কয়ারপাড় পুরাতন গোরস্থান সংলগ্ন মসজিদের কাচা রোডে, মরিচপুরান ভূমি অফিস সংলগ্ন প্রায় সাড়ে আট কিলোমিটার কাঁচা রাস্তা বালু দিয়ে নিজ অর্থায়নে সংস্কার করেন হাজী ফরহাদ হোসেন। রাস্তা সংস্কারে বালু ফেলার সময় সহযোগিতা করেন এলাকাবাসী। হাজী ফরহাদ হোসেন মরিচপুরান ইউনিয়নে সমাজসেবক হিসাবে পরিচিতি লাভ করেছেন। গোজাকুড়া গ্রামের লোকমান হোসেন বলেন, রাস্তাগুলোতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন প্রায় ৩০০০- ৩৫০০ মানুষ। ফরহাদ ভাই এর সহযোগিতায় এলাকার লোকজন মিলে রাস্তাটি মেরামত করা হয়। এখন এলাকার মানুষ রাস্তাদিয়ে ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবে। গাড়িচালক বাবুল বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। ফরহাদ ভাই রাস্তায় বালু দেওয়ায় ফলে এখন দুর্ঘটনা অনেক কমে আসবে। এবং স্কুলের ছাত্ররা সুন্দর ভাবে স্কুলে যেতে পারবে। হাজী ফরহাদ হোসেন বলেন, আমার সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর সমস্যা সমাধানের জন্য কাজ করেছি। এইসব কার্যক্রমে এলাকাবাসী সবসময় আমার পাশে থাকে। আমার সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব দুঃখী মানুষের পাশে কাজ করছি এবং ভবিষ্যতে করে যাবো। মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আঃ জলিল বলেন, কাচা রাস্তাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। তবে কেউ যদি নিজ ইচ্ছায় রাস্তা গুলো সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। Related posts:শ্রীবরদীতে ৪৪ গৃহহীন পরিবার পেল জমিসহ ঘরঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিতশেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষা বাতিল ও অটোপাশের দাবিতে মানববন্ধন Post Views: ৪০ SHARES শেরপুর বিষয়: