গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: জামালপুরে নাহিদ ইসলাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরো চার বছর অপেক্ষা করতেন। অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশ নিশ্চিত করতে চাই। ২৮ জুলাই সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করে এক সমাবেশ তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতির দল গুলোতে একটি চাঁদাবাজির অর্থনিতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভিতরেও দুঃখজনক হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে এনসিপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করবো। আমরা এই কারনে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তের আহ্বান জানিয়েছিলাম। তিনি আরও বলেন, গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। রাজনীতি এক গটফাদারের কাছে জিম্মি ছিল। আমরা সেই জিম্মিদশা থেকে জনগনকে মুক্ত করেছি। তাই আপনারা এনসিপি’র রাজনীতিকে সমর্থন দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা: তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সভাস্থল (ফৌজদারি মোড়ে) গিয়ে শেষ হয়। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। Related posts:ইসলামপুর পৌরসভার মেয়রের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিতপ্রবাসে গিয়ে ২৬ দিনের মাথায় লাশ হলেন জামালপুরের মিনহাজবকশীগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত Post Views: ৭২ SHARES জামালপুর বিষয়: