গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ গোপালগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে বিষয়ে কি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল না? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্থাগুলোর কাছে তথ্য ছিল, কিন্তু এত বড় আকারে ঘটবে সে তথ্য ছিল না। এনসিপির নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলেছেন, বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন। যার যে বক্তব্য সে সেটা দেবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সেখানে কালকেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক। অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। Related posts:টিকার বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা : স্বাস্থ্যের ডিজিপুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দনমাস্টার্স উত্তীর্ণদের ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ ঢাবি কর্তৃপক্ষের Post Views: ৩২ SHARES জাতীয় বিষয়: