গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হতে পারে। এদিকে গোপালগঞ্জে কারফিউ শিথিল থাকায় রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বেড়েছে। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ খোলেনি আজ কোনো মার্কেট। তবে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। এর আগে, গত ১৬ জুলাই এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। শুক্রবার গোপালগঞ্জের জেলা প্রশাসক দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ রাখার ঘোষণা দেন। Related posts:নেত্রকোনায় জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধারময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরুজামালপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক Post Views: ১৫ SHARES সারা বাংলা বিষয়: