জামালপুরের মাদারগঞ্জে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে মসজিদের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মৃত মোশারফ হোসেন ও জদু মিয়া ওই এলাকার বাসিন্দা। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা ও রাজ মিস্ত্রীর কাজ করতেন। মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ রইস উদ্দিন জানান- মসজিদের নির্মানাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে জদু মিয়া । তাকে উদ্ধার করতে গেলে একই অবস্থা হয় মোশারফ হোসেনের। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সেপটিক ট্যাংকের গ্যাসের কারনে এই মৃত্যু হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সালেহ মেহেদি জানান- সেপটিক ট্যাংকে পরা দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের হাসাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল বলে জানান এই চিকিৎসক। Related posts:বকশীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারশ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়াবকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Post Views: ৭৮ SHARES জামালপুর বিষয়: