জামালপুরে এনসিপির সংবাদ সম্মেলন: দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির প্রস্তুতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৫ জামালপুর প্রতিনিধি : দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামালপুর আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেছে দলটি। শনিবার বিকেলে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়ক লুৎফর রহমান জানান, আগামী ২৮ জুলাই শহরে পদযাত্রা ও পথসভায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তিনি আরও জানান, ২৭ জুলাই সন্ধ্যায় শেরপুরের কর্মসূচি শেষে নেতারা জামালপুরে পৌঁছাবেন। রাতে শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহ জামাল (র.) মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শনের পাশাপাশি হরিজন পল্লীতে মতবিনিময় করবেন। পরদিন ২৮ জুলাই সকাল ৯টায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বেলা ১১টায় পদযাত্রা শুরু হবে এবং শেষে ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এ সময় দলীয় নেতারা দেশ গঠনে জনগণের অংশগ্রহণ, সম্প্রীতি ও ন্যায়ের বার্তা তুলে ধরবেন বলে জানান আয়োজকরা। Related posts:জামালপুরে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যু, অপারেশন থিয়েটার সিলগালাইসলামপুরে ইউপি সদস্য রহিম খন্দকার খুন: বিচারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনজামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Post Views: ৮২ SHARES জামালপুর বিষয়: