জামালপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

রুহুল আমিন জামালপুর প্রতিনিধি: জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
বুধবার (৩০ জুলাই) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল মো. রাশিদুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

অনুষ্ঠানে জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফল অর্জন একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও শিক্ষার্থীদের জীবনে আরও অনেক বড় পথ অতিক্রম করতে হবে। এজন্য তাদের মনোযোগ, নিষ্ঠা ও আদর্শবান হয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে। তারা শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।