জামালপুরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজমুল হক বাবু গ্রেফতার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সোমবার সন্ধ্যায় শহরের পাঁচরাস্তার মোড় এলাকা থেকে নাজমুল হক বাবুকে গ্রেফতার করা হয়। তাকে জুলাই-আগস্ট মাসে দায়ের হওয়া রাজনৈতিক মামলার ভিত্তিতে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নাজমুল হক বাবুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে মেষ্টা ইউনিয়ন থেকে শতাধিক লোক থানার সামনে এসে ভিড় জমায়। তারা বাবুর মুক্তির দাবি জানান।