জামালপুরে রেল টিকিটের কালোবাজারি: ২১ টিকিটসহ দুইজন গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ রুহুল আমিন জামালপুর প্রতিনিধি: জামালপুরে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃনগর ট্রেনের ২১টি আসনের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) জেলার ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন ইসলামপুর উপজেলার বিন্টু মিয়া (৪৫) এবং মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২১টি ট্রেন টিকিট, নগদ ৩ হাজার ৪৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ইসলামপুর স্টেশন থেকে বিন্টু মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ঢাকা রুটের ১৫টি টিকিট, ১,৮৪০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যে মেলান্দহ স্টেশন থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জামালপুর-ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ৬টি টিকিট, ১,৬০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রেলওয়ে পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বেশি দামে টিকিট বিক্রি করে আসছিল। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে যাত্রীদের আকৃষ্ট করতেন তারা। এরপর বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নিয়ে টিকিটের ছবি পাঠিয়ে দিতেন। মূলত তারা রেলের ‘সেবা অ্যাপ’-এ একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে প্রতিনিয়ত টিকিট সংগ্রহ করতেন। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টিকিট কালোবাজারি রোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। যাত্রীদের সঙ্গে কেউ যেন প্রতারণা করতে না পারে, সেজন্য রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ইসলামপুরে কওমি মাদরাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ, শিক্ষকসহ আটক ৪ব্যবসায়ী হত্যা মামলায় কারাগারে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানবঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি: জামালপুরে মির্জা আজম Post Views: ৯৬ SHARES জামালপুর বিষয়: