জামালপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ জামালপুর প্রতিনিধি: ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা। ১২ জুলাই দুপুরে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পাঁচরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী আফরিন জান্নাত আখি, মিজানুর রহমান ও মাহমুদুল হাসান বিবেক। তারা বক্তৃতায় বলেন, এই হত্যাকাণ্ড কোনো একক ঘটনা নয়, এটি একটি সংগঠিত সন্ত্রাসের বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই জঘন্য ঘটনায় জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, এবং গুম-খুনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। Related posts:মাদারগঞ্জের ঝারকাটা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধারজামালপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুষড়যন্ত্র করেই যাচ্ছে স্বাধীনতাবিরোধীরা : জামালপুরে স্থানীয় সরকারমন্ত্রী Post Views: ৮০ SHARES জামালপুর বিষয়: