জামালপুরে সাড়ে ৫ বছর পর শিশু ধর্ষণ মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ জামালপুরে শিশু ধর্ষণ মামলায় দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর দুই যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন এবং একই গ্রামের হাসু মিয়ার ছেলে ফয়জুল করিম হীরা। সোমবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পিঙ্গলহাটি গ্রামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে, ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তার মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা মোবারক হোসেন জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, যথাযথ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন। তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। Related posts:মাদারগঞ্জে নববধূকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলানোর অভিযোগবকশীগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে শিক্ষক নিহতজামালপুরে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার Post Views: ৯৮ SHARES জামালপুর বিষয়: