জামালপুরে হযরত শাহজামাল (র.) মাজার জিয়ারত ও দয়াময়ী মন্দির পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ জামালপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জামালপুরে হযরত শাহজামাল (র.) এর মাজার জিয়ারত ও দয়াময়ী মন্দির পরিদর্শন করেছেন। রবিবার (২৭ জুলাই) রাতে তিনি জামালপুর পৌর শহরে অবস্থিত ঐতিহাসিক শাহজামাল (র.) মাজারে জিয়ারত করেন এবং পরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উপাসনালয় দয়াময়ী মন্দির পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়ক লুৎফর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এনসিপি বদ্ধপরিকর। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে এক শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। আগামীকাল ২৮ জুলাই সোমবার সকালে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এনসিপি নেতৃবৃন্দ। একই দিন বেলা ১১টায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হবে। পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হবে। Related posts:সাংবাদিক নাদিম হত্যা মামলা: বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুরজামালপুরে র্যাবের অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতারজামালপুরে তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় Post Views: ৯৩ SHARES জামালপুর বিষয়: