জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫ রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৭৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। আটক হওয়া সুজেদা বেগম মেলান্দহ উপজেলার রায়ের বাকাই এলাকার বেলাল মিয়ার স্ত্রী। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ২০ হাজার টাকা। গতকাল রাত ৩ টার দিকে জেলার মেলান্দহের রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় সুজেদা বেগমের স্বামী বেলাল ও তার দেবর দুলাল নামে আরো দুইজন মাদক ব্যবসায়ী। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন – আটক সুজেদা বেগম ও পালিয়ে যাওয়া বেলাল ও দুলাল জেলায় মাদকের পাইকারী ব্যবসায়ী। তারা পুরো জেলায় মাদক সরবরাহ করে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। এসময় পালিয়ে যাওয়া ব্যক্তি ও এই সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। Related posts:বকশীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকার জয়শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া দেওয়ানগঞ্জের সেই পৌর মেয়র আটকজামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Post Views: ১০০ SHARES জামালপুর বিষয়: