ঝিনাইগাতীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠানে অংশ নিয়েছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, জুলাই আন্দোলনের যোদ্ধারা, শহীদ পরিবারবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২৬ জুলাই শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় সকাল ১০টায় ভার্চুয়ালি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে উপস্থিত সকলেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতি গঠনে দুর্নীতি ও বৈষম্যহীন একটি মানবিক সমাজ নির্মাণের শপথ নেন।
এছাড়াও ২১ জুলাই ২০২৫ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একটি প্রামাণ্য ভিডিওচিত্রও প্রদর্শিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত সবাই জুলাই পুনর্জাগরণের চেতনায় সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও জুলাই পুনজাগরণ উপলক্ষে সেবা মেলা উদ্বোধন করা হয়।