ঝিনাইগাতীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে ও ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন, আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম, সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক, দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উবায়দুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা শিক্ষার মান উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন। ওই সময় বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের ১৫ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা বৃত্তির অর্থ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ হাজার ও মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই ২১ জুলাই সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। Related posts:মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন শেরপুরের মোশারফ হোসাইনশেরপুরে পুলিশের উপর হামলার অভিযোগে জেলা বিএনপির সম্পাদকসহ গ্রেফতার ৭শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত Post Views: ১৩৩ SHARES শেরপুর বিষয়: