ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ২৯ জুলাই ঘোষণা করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। এমনটাই জানিয়েছেন ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

রোববার সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণাকে ঘিরে ডাকসুর বিভিন্ন অংশীজনদের সঙ্গে চূড়ান্ত সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্যরা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‌‘এটাই একমাত্র অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর ৪০-৪৫ দিনের মধ্যে আমরা ভোট আয়োজন করতে চাই। আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর।’
তবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোনো নির্দিষ্ট তারিখ না। এর আগেও প্রশাসন এমনভাবে তারিখ ঘোষণা না করে কালক্ষেপণ করেছে।’ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ আরও কয়েকটি সংগঠনের নেতারাও একই দাবি জানান।
সভায় জানানো হয়, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন।
সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি কেন্দ্রে ভোট দেবেন। কার্জন হলের পরীক্ষার কেন্দ্রে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।