দেওয়ানগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই বিকেলে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের ঢাকা- রৌমারী সড়কের সরকারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। হাবিবা ওই এলাকার হামিদুর রহমানের মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান-মঙ্গলবার বিকেলে মায়ের সাথে বাড়ির পাশে ক্ষেতে সবজি আনতে যায় হাবিবা। বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গেলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Related posts:জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা, ৬ পুলিশ আহতজামালপুরে পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ডজামালপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু Post Views: ৪৪ SHARES জামালপুর বিষয়: