দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। পূর্বাভাসে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। আগামীকাল (৪ জুলাই) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে টেকনাফে। সর্বনিম্ন তাপমাত্র ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল টাঙ্গাইলে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হবে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বয়েছে। Related posts:স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ : প্রধানমন্ত্রীনারীর ক্ষমতায়নে মূল কান্ডারি শেখ হাসিনা : স্পিকারজো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার Post Views: ৪৪ SHARES জাতীয় বিষয়: