দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৪ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৯ জন, খুলনা বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে রয়েছেন ১৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৪১১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৮ হাজার ৭৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭০ জনের। প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ সময়ের মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। Related posts:সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি দিল আইএসপিএবিবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি আনিছুর রহমানসহ অন্যাদের শ্রদ্ধাঞ্জলিপাবজিসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ বিটিআরসির Post Views: ৫৬ SHARES জাতীয় বিষয়: