নকলায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা’ নিয়ে শেরপুরের নকলায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ২৬ জুলাই বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাঁচকাহনিয়া (গাবতলী) বাজারে এ আলোচনা সভাটি হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এড. মাজহারুল ইসলাম বাবু।
পাঠাকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মীর হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম।
এ সময় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এতে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।