নালিতাবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, একজন নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: আড়াআড়িভাবে দুই রাস্তা থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষে মনিরুজ্জামান (৩২) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। বুধবার বিকেল ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে ফুলপুর এলাকায় তিনি মারা যান। এর আগে একই দিন বিকেল চারটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের আন্ধারুপাড়া স্কেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান একই উপজেলার বাঘবেড় গ্রামের সমর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে নালিতাবাড়ী থেকে মোটরসাইকেলযোগে নাকুগাঁওয়ের দিকে যাচ্ছিল। শিমুলতলা স্লুইচ গেইট এর পর আন্ধারুপাড়া স্কেল এলাকায় পৌছালে আন্ধারুপাড়া গ্রাম থেকে আরেকটি মোটরসাইকেল মহাসড়কে ওঠে। এসময় দুই মোটরসাইকেলের মাঝে সংঘর্ষ হলে মনিরুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থান অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হলে পথিমধ্যে মারা যান মনিরুজ্জামান। নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, চারটার দিকে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা শেষে আহতকে ময়মনসিংহ পাঠানো হয়। পথিমধ্যে মারা গেলে সন্ধ্যা সাতটার দিকে মৃত অবস্থায় পুনরায় নালিতাবাড়ী হাসপাতালে আনা হয়। Related posts:নকলায় ডিজিটাল বাংলাদেশ দিবসে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিতঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার Post Views: ৭৩ SHARES শেরপুর বিষয়: