নালিতাবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে সাবিহা নামের এক ২ বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর সাবিহা ওই গ্রামের সবুজ মিয়ার কন্যা।

সূত্র জানায়, সকালে খাবার খেয়ে সবার অগোচরে ঘর থেকে বেড়িয়ে যায় শিশু সাবিহা। কিছুক্ষণ পর সাবিহার মা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশে পুকুরে সাবিহাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সাবিহাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।