নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ কিশোর গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫ শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ ২১ বোতল ভারতীয় মদসহ এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার উত্তর আন্ধারুপাড়া চেল্লাখালী নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া নদীরপাড় সংলগ্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে গেলেও ২১ বোতল ভারতীয় মদসহ এক কিশোরকে গ্রেফতার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত কিশোরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতারে অভিযান চলছে। Related posts:শ্রীবরদীতে ৪ দফা দাবিতে কেমিস্টস এন্ড ড্রাগিস্টিস সমিতির মানববন্ধনঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপনশেরপুরে করোনা প্রতিরোধ কল্পে হাঙ্গার প্রজেক্ট'র টাউন হল মিটিং Post Views: ৯৩ SHARES শেরপুর বিষয়: