নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১জুন) দুপুরে গ্রেফতার শহিদুল ইসলামকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে বারোমারী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার ঢালুকোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার দাওধারা ফরেস্ট অফিসের রাস্তার পার্শ্বে জঙ্গলে মাদক বিরোধী বিশেষ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন ব্যক্তি জঙ্গলের ভিতরে মাথায় বস্তা নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয় কিন্তু গভীর জঙ্গলে পথ না চেনার কারণে গ্রেফতার করা সম্ভব হয় নি। পরবর্তীতে দাওধারা ফরেস্ট অফিসের পার্শ্বে জঙ্গলে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে পালিয়ে যাওয়া আসামীদের ধরতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারে জড়িত শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। পালিয়ে যাওয়া বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। Related posts:ঝিনাইগাতীর নবাগত ইউএনও’র মতবিনিময় সভাশেরপুরে জনসচেতনতায় শহরে হাইকিংঢাকা থেকে পাবলিক বাসে নির্বাচনী এলাকায় যাতায়াত করলেন মতিয়া চৌধুরী Post Views: ৯৭ SHARES শেরপুর বিষয়: