নালিতাবাড়ীতে সময় মতো চিকিৎসক না আসায় গরুর মৃত্যু

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে পশু হাসপাতালে সময় মতো ডাক্তার না আসায় তাদের অবহেলায় দরিদ্র কৃষকের একটি গরু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গরুর মালিক ক্ষতিগ্রস্ত কৃষক হারুন অর রশিদ পশুচিকিৎসার অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সুত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের কৃষক হারুন অর রশিদের মধ্য বয়সী একটি ষাড় গরু বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়ে। তিনি ওই অসুস্থ গরুটি নিয়ে উপজেলা প্রানীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আসেন। কিন্তু তখন হাসপাতাল খোলা থাকলেও চিকিৎসার জন্য ডাক্তারসহ কাউকে পাননি। মুঠোফোনে পশুচিকিৎসকে হাসপাতালে জন্য খবর দেওয়া হলেও তিনি সময়মতো আসেননি। একপর্যায়ে অসুস্থ গরুটি সকাল ৯.৩০ এর দিকে হাসপাতাল চত্তরেই মারা যায়। এদিকে, গরু মারা যাওয়ার পর ডাক্তার আসেন। এ নিয়ে কৃষক হারুন পশু হাসপাতালের সেবার মান ও ডাক্তারের অবহেলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন।
এই ঘটনায় ভুক্তভোগী কৃষক হারুন অর রশিদ বলেন, সময়মতো ডাক্তার পেলে হয়তো আমার ৫০/ ৬০ হাজার টাকা মুল্যের ষাড় গরুটি বাঁচানো যেত।
স্থানীয়রা জানান, এই এলাকায় পশুচিকিৎসকের অভাব রয়েছে। এমনকি জরুরি অবস্থার জন্য পর্যাপ্ত ডাক্তার ও চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা নেই। তারা উন্নত পশুচিকিৎসার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রহমান বলেন, আমাদের অফিসের কোন চিকিৎসক কে সে ফোন দেয় নাই, যাকে ফোন দিয়েছে সে আমাদের অফিসের কোন চিকিৎসক না। তবে বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকবো।