নালিতাবাড়ীতে ৮ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে ৮ বোতল ভারতীয় মদসহ হাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। হাফিজুল ইসলাম পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ জব্দ করে এবং হাফিজুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুল রবিবার সকালে মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে বস্তায় ভরে মদ নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বাসে ওঠেন। বাসের যাত্রীরা মদের গন্ধ পেয়ে চালককে জানালে তিনি বাস থামিয়ে তল্লাশি করেন এবং হাফিজুলের কাছ থেকে আট বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেফতারকৃত হাফিজুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই ভিক্ষুককে বকনা গরু প্রদাননালিতাবাড়ীতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিতশেরপুরে মানববন্ধন কর্মসূচী বাস্তবায়নে জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা Post Views: ৬৫ SHARES শেরপুর বিষয়: