প্রতীকী মূল্যে কাউকে সরকারি সম্পত্তি দেওয়া হবে না : অর্থ উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫ সরকারি জমি প্রতীকী মূল্যে আর কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি জমি যে-ই নিতে চাইবে, তাকে প্রকৃত মূল্য পরিশোধ করে নিতে হবে। মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) বা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি প্রতীকী মূল্যে হস্তান্তরের একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, জলিল টেক্সটাইল মিলসের জমি সেনাবাহিনী নিতে চাচ্ছে। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। এখন থেকে প্রতীকী মূল্য এড়িয়ে চলা হবে। যে-ই জমি নিতে চায়, তাকে মূল্য দিয়ে নিতে হবে। কারণ, প্রতীকী মূল্যে জমি নেওয়া হলে অনেক সময় তা যথাযথভাবে ব্যবহার করা হয় না। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- তাহলে কি জলিল টেক্সটাইল মিলসের জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হস্তান্তর তাদের কাছেই হবে, তবে সেক্ষেত্রে নির্ধারিত মূল্য উল্লেখ করে প্রস্তাব জমা দিতে হবে। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়- বাণিজ্য ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনতে কত ব্যয় হবে? অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বোয়িং কিনে তো বাণিজ্য ঘাটতি পূরণ সম্ভব নয়, আরও কী কী যুক্তরাষ্ট্র থেকে আনা হবে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আরও অনেক কিছু আছে। পুরো প্যাকেজ নিয়েই তারা গেছে, কী কী কিনতে হবে, সেটা সেখানে নির্ধারিত হবে। Related posts:উন্নত দেশ গড়তে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকারশেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে: কাদেরকরিডোর নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি :জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Post Views: ৪২ SHARES জাতীয় বিষয়: