ভূমিকর আদায়ের হার সন্তোশজনক: ভূমি উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ মাঠ পর্যায় কাজে বিভাগীয় কমশিনারগণের যথাযথ তদারকি ফলে নানা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সফলতা এসেছে। প্রতিটি বিভাগের জনকল্যাণকর কাজে বিভাগীয় কমিশনারগণ আরো সম্পৃক্ত থেকে এসব কাছে নিয়মিত তদারকি করতে হবে। কমিশনারগণদের তদারকি ও দিকনিদের্শনার ফলে এবছর ভূমিকর আদায়ের হার সন্তোশজনক। এবছর মোট ভূমি উন্নয়নকর আদায় হয়েছে ১১ শ ৫কোটি টাকা। আগামী অর্থবছরে এই ভূমিকর আদায়ের হার আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ২০ জুলাই রবিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিভাগীয় কমিশনার সমন্বয় সভা জুলাই ২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নোয়াখালী ও ভোলাসহ বেশ কিছু জেলাতে নতুন নতুন চর যেগে উঠছে। এসব চর মানুষের আশা ও সম্ভাবনাকে নির্দেশ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন চর জেগে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এসব চরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব চরে ভূমি হীনদের বসবাসসহ গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে। এসব চরে যত সংক্ষক গবাদিপশু বিচরন করতে পারবে তত বেশি দুধ উৎপাদন হবে। তবে এসব চরে একটি সুষ্ঠ ব্যবস্থাপনা থাকা জরুরী যাতে করে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর বিচরন নিবিঘ্ন হয়। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে চাহিদার চেয়ে যেনো বেশি জমি অধিগ্রহণ করা না হয় সরেজমিনে তা তদারকির করতে হবে। ভূমি অধিগ্রহণের ক্ষতিপুরণের অর্থ সফটওয়ারের এর আওতায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করেছে ঢাকার জেলা প্রশাসক। পর্যায়ক্রমে সারা দশে এই কার্যক্রম চালুকরা হবে। পার্বত্য জেলা ব্যতিত সারাদেশের ৪৮ টি জেলায় ৪২৩ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে;আরো বাকি ১১টি জেলায় এই কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়াও নদী ভাঙ্গন আমাদের একটি স্বাভাবিক ঘটনা এব্যপারে খুলনার বিভাগীয় কমিশনার জানান নদীতে চর পরাতে কোনটা দীর জমি আর কোনটি ব্যক্তিমালিকানধীন জমি নির্নয় করা কঠিন হয়ে গেছে সভায় জানান। কমিশনারগণদের যথাযথ তদারকির ফলে এবছর অন্যান্য বছরের তুলনায় বালু মহালে বালু উত্তোলন নিয়ন্ত্রীত ছিলো। অনলাইন ভূমিসেবা,ভূমি অফিস পরিদর্শনসহ জনসেবা নিশ্চিতে আরো বেশি বেশি ভূমিকা রাখতে হবে। বলে জানান উপদেষ্টা আল ইমাম মজুমদার। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে এসময় সকল বিভাগীয় কমিশনারগণ,ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্তসচিববৃন্দসহ মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:২০২৪ সালে ব্যাংক ছুটির তালিকা প্রকাশদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যুদেশে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৪ Post Views: ৪৫ SHARES জাতীয় বিষয়: