মাইলস্টোনে হতাহতদের স্মরণে নালিতাবাড়ীতে দোয়া মাহফিল

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নালিতাবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বাদ জোহর তারাগঞ্জ উত্তরবাজার ঐতিহ্যবাহী নূর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন। জোহরের নামাজের পরপরই শুরু হওয়া দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে মসজিদের নিয়মিত মুসল্লি ছাড়াও নালিতাবাড়ীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাকিব আহমেদ বলেন, স্কুল ভবনের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এক বুক হাহাকার রেখে গেছে পুরো জাতির হৃদয়ে। আমরা বাকরুদ্ধ। আমরা শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত শিশুদের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণখোলা দোয়া। আর যারা চিরতরে হারিয়ে গেল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
শোকাবহ এ আয়োজনে নালিতাবাড়ীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একাত্মতা প্রকাশ করেন। তারা দেশের যেকোনো দুর্যোগে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।