মিরপুরে টাইগার বোলিং ঝলকে বিধ্বস্ত পাকিস্তান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েই বাজিমাত করল বাংলাদেশ। ফিজ-তাসকিনদের দারুণ বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে ২০ ওভারের আগেই ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বোলিং আক্রমণের সামনে কার্যত দিশেহারা ছিল সফরকারীরা। টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুটা যদিও ভালোই করেছিল পাকিস্তান—ফখর জামান ও সাইম আয়ুবের ব্যাটে কয়েকটি চারের সাহায্যে রানের চাকাও ঘুরছিল। তবে দ্বিতীয় ওভারেই তাসকিন সাইমকে ফেরান মাত্র ৬ রানে। এরপর তৃতীয় ওভারে মেহেদীর বলে ক্যাচ দিয়ে হারিস (৪) ফিরে গেলে শুরু হয় ভাঙনের সুর। পঞ্চম ওভারে অধিনায়ক সালমান আলি আগা ধুকতে ধুকতে ৯ বল খেলে মাত্র ৩ রানে তানজিম হাসানের শিকার হন। পাওয়ারপ্লের শেষ দিকে অভিষিক্ত হাসান নবাজকে ফিরিয়ে দেন মোস্তাফিজ, পাকিস্তান তখন ৪১-৪। এরপর একটি রানআউটে ফিরে যান মোহাম্মদ নবাজ, আরেকটি রানআউটে কাটা পড়েন ফখর জামান—যিনি একপ্রান্ত আগলে ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। উভয় রানআউটেই জড়িত ছিল ভুল বোঝাবুঝি। পরে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। খুশদিল ২৩ বলে করেন ১৭ রান, আর আফ্রিদি তিনটি ছক্কা হাঁকিয়ে ২২ রান করেন। দু’জন মিলে ৩৩ রানের জুটি গড়েন, যা ইনিংসের সর্বোচ্চ। ১৬তম ওভারে মোস্তাফিজ ফেরান খুশদিলকে। আর ইনিংসের একদম শেষ দিকে আবার তাসকিন ফিরে আসেন আগুন হয়ে—একই ওভারে ফিরিয়ে দেন আফ্রিদি, ফাহিম আশরাফ ও অভিষিক্ত সালমান মির্জাকে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১০ রানে। ইনিংস সারসংক্ষেপ: পাকিস্তান: ১১০/১০ (১৯.৩ ওভার) ফখর জামান ৪৪ (৩৪), আব্বাস আফ্রিদি ২২ (১৯), খুশদিল শাহ ১৭ (২৩) তাসকিন আহমেদ ৩/২২, মোস্তাফিজুর রহমান ২/৬, মেহেদী হাসান ১/৩৭, তানজিম হাসান ১/২০ Related posts:আফগানদের হটিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারাবিপ টেস্টে সাকিবের চমকসাকিব-তামিমরা যেন সম্মানের সঙ্গে মাঠ থেকে অবসর নিতে পারে: মাশরাফি Post Views: ৪৪ SHARES খেলাধুলা বিষয়: