শাহবাগ অবরোধ জুলাই যোদ্ধাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই অবরোধ করেন তারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। এদিন জুলাই যোদ্ধারা হাতে লাল-সবুজ পতাকা নিয়ে জুলাই সনদের দাবিতে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। মূলত এখনো জুলাই সনদ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন। এদিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনা পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে। Related posts:আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিতট্রানজিট নিয়ে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরাইউনাইটেড হাসপাতালের ১২টি অগ্নিনির্বাপক যন্ত্রের ৮টিরই মেয়াদ নেই Post Views: ১৫ SHARES জাতীয় বিষয়: