শেরপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শুক্রবার বিকেলে জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে শেষ হয়। পর সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শেরপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি ও সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আবু রায়হান রূপন, কামরুল হাসান, সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়েও অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত ও এনসিপি নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। তিনি আরও বলেন, জনগণসহ সব দল ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে। জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন বলেন, দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দিবোনা। ওইসময় জেলা কৃষকদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। Related posts:নকলায় শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় চলছে পাঠদানশেরপুরে আদিবাসীদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Post Views: ১০ SHARES শেরপুর বিষয়: