শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা ও সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক। সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিনসহ অন্যন্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শ্যামলবাংলা২৪ডটকম’র উদ্যোগে শেরপুরে বসন্তবরণ ও ভালোবাসা দিবসে আলোচনা-কেক কাটাশেরপুরে বিদেশী সবজী ব্রোকোলি চাষে সফল কলেজ ছাত্র ছোবাহানশেরপুরে হাসপাতালের ৬ তলার বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা Post Views: ৬৭ SHARES শেরপুর বিষয়: