শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ৮ জুলাই মঙ্গলবার সকালে তিনি পরিদর্শনে গেলে তাকে জেলা কারাগারের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি জেলা কারাগারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কারা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেল সুপারের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাকিল মোহাম্মদ, জেলার মুহাম্মদ আব্দুস সেলিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন জেলা প্রশাসক কারাগারের ভেতর আঙিনায় একটি বৃক্ষরোপণ করেন। Related posts:শেরপুর পৌর এলাকার ১ হাজার হতদরিদ্রদের মাঝে সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র বিতরণশেরপুরে মুরগী ও ডিমের বাজারে টাস্কফোর্সের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানাশেরপুরে জাতীয় গ্রীস্মকালীণ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Post Views: ৯৩ SHARES শেরপুর বিষয়: