শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫ রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে । বুধবার (২৩ জুলাই) দুপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিমের সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শ্রীবরদী ও জেলা শিক্ষা অফিস শেরপুরের আয়োজনে শ্রীবরদী অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহা: নাসির উদ্দীন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শ্রীবরদী কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফিজুল হক, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষার্থী নূর ইসলাম, রাফিয়ানুল ঝর্ণা। সভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সদন তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে একই প্রকল্পের আওতায় উপবৃত্তি পেয়েছে কৃতি শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদানশেরপুরে অটোরিকশায় উড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীরশেরপুরে ক্যানসার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’ Post Views: ১০৬ SHARES শেরপুর বিষয়: