সাংবাদিক নাদিম হত্যা মামলা: চেয়ারম্যান বাবুর দায়িত্বে ফেরায় মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

রুহুল আমিন জামালপুর প্রতিনিধি: সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও নিহত সাংবাদিক নাদিমের পরিবার।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বর্বরোচিত হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর নাদিমের স্ত্রী বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় বাবুকে সাময়িক বরখাস্ত করে। তবে জামিনে মুক্তি পাওয়ার পর উচ্চ আদালতের রিটের মাধ্যমে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ছয় মাসের জন্য বরখাস্ত আদেশ স্থগিত হয়, ফলে তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান বাবুর দায়িত্বে ফেরার কারণে এলাকায় ফের সন্ত্রাস, অন্যায় ও নির্যাতনের আশঙ্কা তৈরি হয়েছে। তারা অবিলম্বে তার বরখাস্তের দাবি জানান। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।