১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ দেশে রেমিট্যান্স আসার ধারা অব্যাহত আছে। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি মাসের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। রোববার (২০ জুলাই) রেমিট্যান্সের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সেখান থেকেই এ তথ্য জানা যায়। জুলাই মাসের ১৯ দিনে, প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১ লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। আগের মাস জুনে প্রতিদিন এসেছে ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছরের জুলাই মাসে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে চলতি জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স আগের মাস জুনের চেয়ে কিছু কমলেও আগের বছরের জুলাইয়ের চেয়ে বেড়েছে। এতে রেমিট্যান্সের অব্যাহত ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রমালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার। Related posts:ব্যবসা-বাণিজ্যের প্রসার না ঘটলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না: প্রধানমন্ত্রীসাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য ও বীমাসেবা দিতে মিলভিক ও বিকাশের চুক্তি৯৭৭ কোটি টাকার ইউরিয়া-এমওপি সার কিনবে সরকার Post Views: ৪০ SHARES অর্থনৈতিক বিষয়: