গাজায় আকাশ থেকে ১০ টনের বেশি ত্রাণ ফেলল কানাডা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ ফিলিস্তিনের গাজায় ১০ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে কানাডা। উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়ে কানাডা সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছে বলেও জানায় দেশটির সরকার। সোমবার (৪ আগস্ট) কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এ জন্য একটি ‘CC-130J’ হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলা সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানায়, সোমবার কমপক্ষে পাঁচটি দেশ বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলেছে। এ দিন সব মিলিয়ে খাদ্য সরবরাহের পরিমাণ প্রায় ১২০ টন। প্রসঙ্গত, গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)। ডিএফএটি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক আদেশ অনুসারে, গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়—এই দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়েছে। তিনি বলেন, গাজার নাগরিকদের দুর্ভোগ এবং অনাহার অবশ্যই বন্ধ হওয়া উচিত। Related posts:নেপালে ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত ১১বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ৫ লাখ ১৫ হাজারবিশ্বে করোনায় এক দিনে ২০ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু প্রায় ৬ হাজার Post Views: ৬০ SHARES আন্তর্জাতিক বিষয়: