গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত ৯৪

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করল। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকাজুড়ে গোলাবর্ষণ করেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৯৪ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহত-নিহত অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই প্রকৃত সংখ্যা অজানা। এ ছাড়া গুরুতর আহত অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
আরও বলা হয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও ৩০০ জন। ত্রাণপ্রার্থীদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল।
এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়েছে কানাডা । দেশটি ১০ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে ।
সোমবার (৪ আগস্ট) কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এ জন্য একটি ‘CC-130J’ হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলা সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।