গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: নকলায় প্রতিবাদ সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ শেরপুরের নকলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে পৌর শহরের হল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনটিন সভাপতি শফিউজ্জামান রানা, ব্যবসায়ী মশিউর রহমান জুয়েল, সিনিয়র সাংবাদিক হযরত আলী ও জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে অবিলম্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এতে সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনশেরপুরে অবৈধ ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানাশ্রীবরদীতে ভার্চুয়াল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ Post Views: ৮৬ SHARES শেরপুর বিষয়: