জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরের যথার্থপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) ভোররাতে জেলার লক্ষীরচর ইউনিয়নের যথার্থপুর উজানপাড়ায় খোরশেদের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৪টার দিকে তিনজন চোর রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করে। এ সময় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে ভোর ৬টার দিকে মারধরের আঘাতে তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে বারুয়ামারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মো. আব্দুল আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। Related posts:জামালপুরে পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণসরিষাবাড়ীতে পেছন থেকে ট্রাক্টরের ধাক্কায় হেলপার নিহতব্যবসায়ী হত্যা মামলায় কারাগারে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান Post Views: ৫১ SHARES জামালপুর বিষয়: