জামালপুরে প্রথমবারের মতো বিড়াল প্রদর্শনী, মুগ্ধ দর্শনার্থীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ রুহুল আমিন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী একটি আয়োজন বিড়াল প্রদর্শনী। শনিবার (২ আগস্ট) সকালে শহরের নিউ কলেজ রোড এলাকায় এক বেসরকারি উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশি, পার্সিয়ান ও মিক্স ব্রিডসহ বিভিন্ন জাতের প্রায় অর্ধশতাধিক বিড়াল নিয়ে অংশগ্রহণ করেন বিড়ালপ্রেমীরা। প্রাণীপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শনী শেষে বিড়ালগুলোর বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। এই আয়োজনে সন্তুষ্ট দর্শনার্থীরা জানান, জামালপুরে এ ধরনের আয়োজন নতুন হলেও প্রশংসনীয়। তারা চান, এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান থাকুক। প্রদর্শনীতে অংশ নেওয়া জান্নাতুল ইসলাম লিজা বলেন, আমার বিড়ালটি সবসময় একা থাকে। এখানে নিয়ে আসার পর অনেক বিড়ালের সঙ্গে মিশছে, আনন্দ পাচ্ছে এটাই আমার প্রাপ্তি। তৃিমা নামের একজন অংশগ্রহণকারী বলেন, বিড়াল আমার সন্তানের মতো। আমি যেমন আমার সন্তানকে আদর করি, তেমনি আমার বিড়ালকেও করি। বাধন নামের একজন বলেন, এ রকম আয়োজন জামালপুরে প্রথম দেখলাম। আমরা খুব খুশি। নিয়মিত হলে আরও ভালো লাগবে। অনুষ্ঠানের আয়োজক ও প্রাণী চিকিৎসক ডা. নাজমুন নাহার বলেন, আমাদের সমাজে এখনও অনেকেই বিড়ালকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। সেই ধারণা বদলাতেই আমাদের এই উদ্যোগ। এছাড়াও, বিড়াল পালনে সঠিক দিকনির্দেশনাও আমরা দিয়েছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা আছে। এই অনন্য আয়োজন প্রাণীপ্রেমীদের মধ্যে সচেতনতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছে। Related posts:প্রকৌশল খাতে কোটা বাতিলের দাবিতে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভজামালপুরে কলেজ গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিজামালপুরে এনসিপির সংবাদ সম্মেলন: দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির প্রস্তুতি Post Views: ৪৭ SHARES জামালপুর বিষয়: