জামায়াতের আমীরের সুস্থতা কামনায় নকলায় দোয়া মাহফিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৫ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় শেরপুরের নকলায় জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) উপজেলা জামায়াতের অফিসকক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার। উপজেলা জামায়াত সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াতের মনোনীত নকলা-নালিতাবাড়ী আসনের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া। সভায় আমীরে জামায়াতের সুস্থতায় বিশেষ মোনাজাত একই সঙ্গে, সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জন্যও বিশেষ দোয়া করা হয়। এতে উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মুফতি খাদেমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি লুৎফুর রহমান ফিরোজ, উপজেলা কর্ম পরিষদ সদস্য আলম, সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে দুগ্ধবতী মায়েদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তানালিতাবাড়ীতে পানের বরজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, চাষির মাথায় হাতনকলায় ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীনের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় Post Views: ৬২ SHARES শেরপুর বিষয়: