ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, ৩ মাসের শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় ৩ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর উদ্দেশ্যে শেরপুর থেকে ছেড়ে আসা লোকাল বাসটি খৈলকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে থাকা অনেক যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় জনতা ও ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, পুকুরে ডুবে যাওয়া বাসটি থেকে ৩ মাসের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে যাত্রী উদ্ধার কাজে সহযোগিতা করেন।