ঝিনাইগাতীর তিনানী বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৭ জুলাই দিবাগত রাত আড়াইটায় উপজেলার তিনানী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ৩টি দোকান সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত দোকান মালিক নরেন্দ্র চন্দ্র দাস, আশ্রাফ আলী ও শফিকুল ইসলাম জানান, আমাদের দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় দোকান বন্ধ থাকায় কেউ দোকানে ঢুকতে পারেনি। পরে ওই দোকানের আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ওই সময় আগুনের লেলিহান শিখায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। একটি বস্ত্রের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। আর এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকান মালিক নরেন্দ্র চন্দ্র দাস ও আশ্রাফ আলী দাবী করেন অগ্নিকাণ্ডের ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এলাকাবাসীর দাবী অগ্নিকাণ্ডের ঘটনাটির সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওয়াতায় আনা হোক। এ বিষয়ে হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমার ইউনিয়নের তিনানী বাজারের ব্রীজের পশ্চিম পাশে নির্মাণাধীন তাজ বাজারের সামনে স্থানীয় ব্যবসায়ী নরেন্দ্র চন্দ্র দাস, আশ্রাফ আলী ও শফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিলেন। এ অগ্নিকাণ্ডে পরিদর্শন করে দেখা গেছে দোকান গুলো পুড়ে একাবারে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তারা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আগুনে ৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার। Related posts:শেরপুরে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের শ্রদ্ধাঞ্জল...শেরপুরে দারুস সালাম ট্রাস্টের আয়োজনে সিরাত মাহফিল অনুষ্ঠিতনালিতাবাড়ীতে কর্মহীনদের মাঝে আ’লীগ নেতা আঃ লতিফ কর্তৃক নগদ অর্থ ও সামগ্রী বিতরণ Post Views: ২৫ SHARES শেরপুর বিষয়: