ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন প্রশাখা’র দুই দশক পূর্তি উদ্‌যাপন

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৫

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন প্রশাখা’র দুই দশক পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রশাখা’র সভাপতি শশাংক রায় শঙ্করের সভাপতিত্বে নাজমুল হাসান রাজু ও রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পরিবেশবিদ ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

এছাড়াও আলোচনায় অংশ নেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল করিম ও ডা. সাইফুল আমিন মুক্তা, বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কর কমিশনের পরিদর্শক আমিনুল ইসলাম আকাশ, প্রশাখার উপদেষ্টা শিক্ষক মাসুদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম বিল্লাহ, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনিরসহ অন্যান্যরা। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “আমি ঝিনাইগাতীতে যোগদানের পর স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র বেশ কয়েকটি মানবিক কার্যক্রমে অংশ নিযেছি। দীর্ঘদিন যাবৎ সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে আসছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দশক পূর্তির আয়োজন সমাপনী করা হয়।