ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ আগস্ট) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা ৭২ ঘণ্টার ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। Related posts:কিছু চালকের বেপরোয়া গতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছেপূজার পর সাঁড়াশি অভিযান, বললেন আইজিপি৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Post Views: ৪০ SHARES জাতীয় বিষয়: