তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী : ড্যাবের সম্মেলনে মির্জা ফখরুল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতাসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।’ দেশের চলমান চিকিৎসাসেবা নিয়ে তিনি বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে। মির্জা ফখরুল বলেন, শুধু ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করাও আমাদের কর্তব্য। Related posts:নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় : ওবায়দুল কাদেরসংকটেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে : কাদেরঅবশেষে সম্রাট গ্রেফতার Post Views: ১৩ SHARES রাজনীতি বিষয়: