নকলায় পৌরসভার মেয়রসহ ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৌরসভার মেয়র ও ৯ টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে ওই তালিকা প্রকাশ করা হয় এবং রাতে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছে দলটির উপজেলা কমিটির মিডিয়া উইং বিভাগ। তথ্য মতে জানা গেছে, নকলা পৌরসভা এবং ২নং নকলা ইউপি, ৩নং উরফা ইউপি, ৫নং বানেশ্বরদী ইউপি, ৬নং পাঠাকাাট ইউপি, ৭নং টালকী ইউপি, ৮নং চরঅষ্টধর ইউপি ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীরা হলেন, পৌরসভার মেয়র পদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও গাজীপুর মহানগর জামায়াত মজলিসের শূরা সদস্য ফারদিন হাসান হাসিব। নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল হাসান সাফিত, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহীনুর আলমগীর, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সাবেক আমীর বর্তমান অফিস সম্পাদক মুফতি খাদিমুল ইসলাম, পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা যুব বিভাগের ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুল আলম, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক বজলুর রহমান, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মেহেদী হাসান সবুজ ও চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াতের রুকন ইউনিয়ন শিবিরের সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান ফিরোজ। Related posts:নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতশেরপুরে ১৬১ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি-ঘরের চাবি হস্তান্তরনালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় Post Views: ১২৩ SHARES শেরপুর বিষয়: