নকলায় শহীদ আব্দুল আজিজের প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ আব্দুল আজিজের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার নারায়নখোলা এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা।
অনুষ্ঠানে শহীদ আব্দুল আজিজের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার।

সংগঠনটির যুব বিভাগের সভাপতি আতিক আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মুফতী খাদেমুল ইসলাম, নিহত আব্দুল আজিজের বড় ভাই আলী আকবর, স্থানীয় বিএনপি নেতা মুকুল মিয়া, ইউনিয়ন শিবিরে সভাপতি জসিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট জনেরা।
দোয়া মাহফিলে শহিদ আব্দুল আজিজসহ জুলাই অভ্যুত্থানে শহিদ সকলের রূহের মাগফিরাত কামনা করা হয়।
আয়োজক সংগঠন জানান, শহিদদের আত্মত্যাগ স্মরণ করে আগামী প্রজন্মকে সচেতন ও আদর্শবান করে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টসকর্মী আব্দুল আজিজ (২৮) ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় একদফা দাবির আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন। তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে। সহকর্মী নাজিমের সহযোগিতায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তাকে নকলা উপজেলার নারায়নখোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।